ঠাকুর পুকুরের বিশিষ্ট সমাজকর্মী দিলীপ ব্যানার্জী কাভিদ-১৯ এর প্রতিকূলতার মধ্যেই একখানা কমিউনিটি আইসোলেসন সেন্টার চালু করে ফেললেন নিজের পাড়ায়।
১০ টি বেড দিয়ে শুরু। ১৬-০৫-২০২১, রবিবার থেকে রোগী ভর্তি শুরু হল।যতদিন প্রয়োজন, এই পরিষেবা চালু থাকবে। দোতলায় মহিলা, ও এক তলায় পুরুষরা থাকবেন।মোট ১৮ টি বেড থাকবে।
অক্সিজেন, চিকিৎসক ভিজিট, টেলি মেডিসিন সহায়তা, ওষুধ, খাবার, সব ব্যবস্থাই থাকবে এখানে। ৩ টি সিফ্টে, ২৪ ঘন্টা পরিষেবা চালু থাকবে। এজন্য রোগীর বা পরিবারের কোনো খরচ হবে না।
সরকারি প্রশাসনিক সহায়তা আছে, আর্থিক অনুদানের আবেদন করা হয়নি সরকারের কাছে।
আর্থিক ব্যয়ভার মেটানো হচ্ছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বেচ্ছা দান থেকে। মানুষ সহযোগিতায় এগিয়ে আসছেন।
সেন্টারটি পরিচালনা করছেন কোয়ারেন্টাইন স্টুডেন্টস এন্ড ইয়োথ নেটওয়ার্ক(QYSN)।
আয়োজনে- তালতলা স্পোর্টিং এসোসিয়েশন।
একটা আনুষ্ঠানিক কিন্তু অনাড়ম্বর উদ্বোধনও হয়েছে।
অনুষ্ঠানে শ্রীমতি রত্না চ্যাটার্জি, সদস্যা, বেহালা(পূর্ব) বিধান সভা, এবং শ্রী শুভাশীষ চক্রবর্তী, সাংসদ, রাজ্যসভা এসেছিলেন। আর এসেছিলেন ভারপ্রাপ্ত আধিকারিক, হরিদেবপুর থানা, কে,এম,সি, ১৬ নং বরোর কোঅর্ডিনেটর গন প্রমুখ।