এমবাপের স্বপ্নভঙ্গ, ১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড

0
114

এমবাপের ইচ্ছে পূরণ হল না, স্বপ্ন পূরণ হল না পিএসজির। প্যারিস ছাড়ার আগে অন্তত একটা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ক্লাবকে উপহার দিতে উদগ্রীব ছিলেন ফ্রান্স বিশ্বকাপজয়ী। কিন্তু থামতে হল দু’ধাপ আগেই। ২০১৩ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ড। সেমিফাইনালের প্রথম লেগে হারার পর এবার দ্বিতীয় লেগেও ১-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে গেছে পিএসজি।দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধান। ফিরতি লেগে মাটস হুমেলসের একমাত্র গোলে জিতেছে। ম্যাচ শেষে হতাশায় মুখ ঢাকেন কিলিয়ান এমবাপে। আগামী ১ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে হয় রিয়াল না হয় বায়ার্নকে পাবে ডর্টমুন্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here