মুখ পুড়লো। কলঙ্কের কালিও লাগল শতবর্ষ প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলে। অনূর্ধ্ব ১৭ যুব লিগে সাসপেন্ড হল লাল হলুদ। এক ফুটবলারের জন্যই গোটা দলই অন্ধকারে চলে গেল। কারণ ইস্টবেঙ্গলে এক ফুটবলারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানো ও জাল আধার কার্ড দিয়ে অনূর্ধ্ব ১৭ লিগে খেলার অভিযোগ প্রমাণিত। যুব ডার্বিতে সেই ফুটবলার খেলার পরই এই অভিযোগ তুলে ফেডারেশনের দ্বারস্থ হয়েছিল চিরশত্রু ক্লাব মোহনবাগান। তাদের অভিযোগ সত্যিই প্রমাণিত হয়ে গেল। দল সাসপেন্ড হয়ে যাওয়ায় ইস্টবেঙ্গলে এক শীর্ষকর্তা বলেন, ‘যে ছেলেটাকে নিয়ে সমস্যা ছিল, তাকে আমরা চিহ্নিত করেছিলাম। সে যে দোষ করেছে, তা স্বীকারও করেছে। দেশ ও ক্লাবকে ঠকিয়েছে, তাও বলেছে। তারপরও কেন এমনটা হল, বুঝতে পারছি না।’ তবে ১০ দিন আবেদনের সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। তাতে তাদের বক্তব্য জানাবে। লিগে বি গ্রুপে শীর্ষেই ছিল ইস্টবেঙ্গল দল। এই শাস্তিতে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল ইস্টবেঙ্গল।