গত ২৬শে মে রবিবার, বরানগরের নোয়াপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয়ে গেল উদ্যমি বাংলা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে, এই মানবিক মহৎ কাজে অ্যাম্বুলেন্সটি দান করেছেন রঙ্গলি শাড়ি লিমিটেড। এই উপলক্ষে এখানে SRMB এর সযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়ে গেল। ব্যবস্থাপনায় অগ্রহায়ন কমপ্লেক্স। এখানে ১৫০ জন মানুষ বিশেষজ্ঞ ডাক্তারদের থেকে বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু, হৃদরোগ, দন্ত চিকিৎসা এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়েছেন। এই অনুষ্ঠানে ৫৪ জন মানুষকে চশমা, 2৫ জন মহিলাকে শাড়ি এবং ৩৫ টি চারা গাছ বিতরণ করা হয়।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি এবং রঙ্গলি শাড়ির কর্ণধার নিখিল জৈন, রিসরা প্রেম মন্দিরের প্রমুখ মহারাজ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী, ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউটের অধ্যাপক ড: গৌতম পাল এবং বিশিষ্ট সমাজসেবী প্রীতম সরকার।
এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে সহযোগিতা করেছিলেন আনন্দলোক হাসপাতাল এবং নারায়না হেলথ।