ইস্টবেঙ্গলে এলেন এবার মেসি-রোনাল্ডোর বিরুদ্ধে খেলা ফুটবলার

0
133

সময় নষ্ট করার সময় নেই। মেসি-রোনাল্ডোর বিরুদ্ধে খেলা ফুটবলারকেই তড়িঘড়ি সই করিয়ে ফেলল ইমামি ইস্টবেঙ্গল। কারণ, নর্থইস্ট ম্যাচে পায়ের পাতায় চোট পেয়ে বাকি মরসুমই ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও পারদো। তাই কুয়াদ্রাতের পরামর্শেই সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যানটিককে নিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল। ৩১ বছরের এই তারকা অভিজ্ঞতায় ভরপুর। ইউরোপের নামী ক্লাবগুলোয় দীর্ঘদিন খেলেছেন। ভিলারিয়াল, ডায়নামো কিয়েভ, রেডস্টার বেলগ্রেডের মতো ক্লাবে যেমন খেলেছেন, তেমনই চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগায় মেসি-রোনাল্ডো-বেল-বেঞ্জেমার বিরুদ্ধেও খেলেছেন। ইমামি ইস্টবেঙ্গল এফসির তরফে বিবৃতিতে লাল হলুদ কোচ কুয়াদ্রাত বলেছেন, ‘এইসময় ভাল বিদেশি পাওয়াও চ্যালেঞ্জের বিষয়। কারণ এখন সেকেন্ড উইন্ডোও বন্ধ হয়ে গেছে। এর আগে সেপ্টেম্বর মাসে এলসের বদলে এসেছিল ইজাজি । তারপর আরও দুটি বদল হয়েছে। এবার এল প্যানটিক। আমরা ভাল ফলের বিষয়ে আশাবাদী।’ যদিও টানা ২ ম্যাচে হেরে লিগ টেবিলে দশ নম্বরে নেমে গেছে ইস্টবেঙ্গল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here