পিছিয়ে শুরু। আর জিতেই শেষ। শেষ ইনিংসে প্রবল ঘূর্ণির দাপটে ১৯২ রানের লক্ষ্যও বেশ কঠিন মনে হচ্ছিল। কিন্তু বিপদ বাড়তে দেননি শুভমনের সঙ্গী হয়ে ধ্রুব জুরেল। তাতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেল রোহিত ব্রিগেড। তাতে একযুগ আগের প্রতিশোধও তুলে ফেলল টিম ইন্ডিয়া। ২০১২ সালে শেষবার দেশের মাটিতে ভারত টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ডের কাছে। তারপর থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার সংখ্যা বেড়ে হল ১৭।
১৯২ রানের লক্ষ্যে তৃতীয় দিনই ৪০ রান তুলে ফেলা ভারত চতুর্থ দিন ধাক্কা খেয়েছিল ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে। কিন্তু শুভমন গিল ও ধ্রুব জুরেলের অবিচ্ছিন্ন ৭২ রানের ষষ্ঠ উইকেট জুটিতে দ্বিতীয় সেশনেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।
টেস্টে ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ভারত তোলে ৩০৭ রান। এরপর ভারতীয় বোলারদের ঘূর্ণিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে অলআউট হয়েছে। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ১৯২ রানের লক্ষ্যে শুভমন ৫২ ও ধ্রুব ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে দেন