দু’জনই প্রাক্তন অধিনায়ক। তবু উদ্বোধনী ম্যাচের দ্বৈরথে আকর্ষণের কেন্দ্রে ওরা দু’জনেই। একদিকে মহেন্দ্র সিং ধোনি, অন্যজন বিরাট কোহলি। পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে সিএসকে। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দ্বৈরথ হয়েছে ৩১ বার। যার মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ২০ বার। আরসিবির জয় ১০ বার। আবার চেন্নাইয়ের মাঠে শেষ কবে জিতেছিল আরসিবি, তা ভুলে যাওয়ারই কথা। তবে আরসিবি এবার শক্তিশালী দল নিয়েই নামছে। বিরাটের প্রত্যাবর্তনও হচ্ছে এই ম্যাচ দিয়েই। তবে চিপকের স্লো পিচ চ্যালেঞ্জিং হতে পারে দু’দলের জন্যই। একদিকে যেমন চেন্নাইয়ের ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের কাছে প্রথম পরীক্ষা, তেমনই ফাফ ডুপ্লেসির প্রতিপক্ষ ক্যাপ্টেন হিসেবে চেন্নাইয়ের মাঠে প্রথম পরীক্ষা। বিরাট, ডুপ্লেসি, ম্যাক্সওয়েলের বিরুদ্ধে শিবম দুবে, রাচিন রবীন্দ্র, জাদেজা, ধোনিরা কতটা লড়াই করবেন তাই দেখার।