মোক্ষম সুযোগ। গত ৫ ম্যাচে জয়হীন রয়েছে এফসি গোয়া। ইস্টবেঙ্গল তাই মরিয়া চেষ্টা করবে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট জোগাড় করার। মাণ্ডবীর তীরে এই ম্যাচ জিততে পারলেই বেড়ে যাবে প্লে অফের আশা। ইস্টবেঙ্গল গত দুটি অ্যাওয়ে ম্যাচে হেরেছে। লিগে দুই দল মুখোমুখি হয়েছে সাতবার। গোয়া জিতেছে চারবার। ইস্টবেঙ্গল একবার। বাকি দু’বার ড্র হয়েছে। তারপরও হাল ছাড়তে চান না কার্লেস কুয়াদ্রাত। এ’বছরে প্রথমবার ফতোরদা স্টেডিয়ামে দলের সব বিদেশিকে নিয়েই মাঠে নামবে ইস্টবেঙ্গল। কার্ড সমস্যা কাটিয়ে ফিরবেন হিজাজি। ডাগ আউটে থাকবেন কুয়াদ্রাতও। তবে নন্দকুমারের চোট রয়েছে। আদৌ সুস্থ হয়ে মাঠে নামেন কিনা তাই দেখার। কুয়াদ্রাত জানেন, এটা মরণ-বাঁচন লড়াই। না জিতলেই ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েই মাঠে নামতে হবে। তাই গোয়া থেকে পুরো পয়েন্ট তুলে আশা জিইয়ে রাখতে চান কুয়াদ্রাত।