আইএসএলে লাস্ট বয়দের লড়াই। ১১ আর ১২ নম্বরের। নিজাম শহরে এই ম্যাচ জিতে কিছুটা হলেও অক্সিজেন ফিরিয়ে আনতে চান কার্লেস কুয়াদ্রাত। সুপার কাপ জয়ের পরই ছন্দপতন ঘটেছে ইস্টবেঙ্গলের। পিছোতে পিছোতে দেওয়ালেই যেন পিঠ ঠেকেছে। এখন ১১ নম্বরে ইস্টবেঙ্গল। ১২ নম্বরে হায়দরাবাদ। প্লে অফে পৌঁছতে গেলে আর কত পয়েন্ট প্রয়োজন, সেই হিসেব করে উঠতে পারছেন না আর ইস্টবেঙ্গলের কোচ। কুয়াদ্রাত বলেন, ‘জানুয়ারিতে আমরা বহু বছর বাদে একটা সাফল্য পাই। কিন্তু তার পর থেকে হঠাৎ সব কিছু বদলে গেল। এখন আমাদের মূল জায়গায় ফিরে যেতে হবে এবং লিগের শেষ ৯টি ম্যাচের জন্য নিজেদের সঠিক প্রস্তুতি নিতে হবে। যাতে আমরা আরও পয়েন্ট পাই এবং ৬ নম্বর জায়গাটা পাকা করতে পারি।’ এই ম্যাচে চারজন বিদেশীকে নিয়ে মাঠে নামতে পারবেন বলে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে কোচকে। বলেন, ‘খাবরা নেই, বিদেশীদের চোট, এ সব অজুহাত দিতে পারব না। তবে পরের ম্যাচে আমরা চারজন বিদেশীকে পাব, গত ম্যাচের চেয়ে বেশি। যার ফলে, আশা করি, এই ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে পারব। আমাদের খেলোয়াড়রা ও চার বিদেশী এই ম্যাচের জন্য তৈরি’।