বড্ড বেশিই কি ঝুঁকির হয়ে যাচ্ছে? ঋষভ পন্থ কী সত্যি দুর্ঘটনার আগের ফিটনেস ফিরে পেয়েছেন! নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পন্থ আইপিএল খেলবেনই তা একপ্রকার নিশ্চিত। দিল্লি ক্যাপিটালসের অন্দরের খবর, পন্থই দলকে নেতৃত্বও দেবেন। এতদিন এনসিএতে রিহ্যাব করছেন তিনি। গত মাসেই লন্ডনে ডাক্তার দেখিয়ে এসেছেন। বিসিসিআই মনে করছে, ঋষভের এই পরিস্থিতিতে উইকেটকিপিং করাটা ঝুঁকিরই হয়ে যাবে। তাই দিল্লি ক্যাপিটালস তাঁকে গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড় করাচ্ছে না। ব্যাটিং করার পাশাপাশি দলের নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার প্রায় ১৫ মাস পর মাঠে কামব্যাক করবেন তিনি। সরাসরি লিগ খেলার আগে তাই ওয়ার্ম আপ একটা ম্যাচও খেলে নিজেকে পরীক্ষা নিতে চান। রিহ্যাব শেষে মঙ্গলবারই দিল্লি দলের শিবিরে যোগ দিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here