Home Uncategorized আইপিএলের শুরুতেই ধোনি-বিরাট মুখোমুখি, ইডেনে শুরু ২৩ মার্চ

আইপিএলের শুরুতেই ধোনি-বিরাট মুখোমুখি, ইডেনে শুরু ২৩ মার্চ

0

২২ মার্চ আইপিএলের উদ্বোধনেই মুখোমুখি ধোনি-বিরাট। আর ২৩ মার্চ শনিবারই ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ। চেন্নাইয়ের চিপকে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরু হবে রাত ৮ টায়। আর পরেরদিনই নামবে কলকাতা নাইট রাইডার্স। সেদিন আবার ডবল হেডার ম্যাচ। বিকেল সাড়ে তিনটেয় পঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সন্ধে সাড়ে ৭টায় কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১৫দিনের সূচি ঘোষণা করা হয়েছে। তাই আপাতত ৭ এপ্রিল পর্যন্ত সূচি করা হয়েছে। কারণ এপ্রিলে শুরু লোকসভা নির্বাচন। নির্বাচনের দিনের ওপর নির্ভর করছে কবে কোথায় ম্যাচ ফেলা হবে। তবে ডব্লুপিএলের কারণে শুরুর দিকে হোম ম্যাচ দিল্লিতে পায়নি দিল্লি ক্যাপিটালস। তাদের খেলতে হবে বিশাখাপত্তনমে। ক্যাপিটালস, টাইটান্স ও আরসিবি ১৭ দিনের মধ্যে ৫টি করে ম্যাচ খেলে ফেলবে। কেকেআর খেলবে ৩টি ম্যাচ। বাকি দলগুলি খেলবে ১৪টির ম্যাচে চারটি ম্যাচ। জুনেতেই বিশ্বকাপ, সে’কথা মাথায় রেখে ২৬ মে’র মধ্যে গোটা আইপিএল শেষ করতে চায় কর্তৃপক্ষ।

দেখে নিন প্রথম ১৫ দিনের আইপিএল সূচি

২২ মার্চ চেন্নাই বনাম আরসিবি, চেন্নাই (রাত ৮.০০)
২৩ মার্চ পঞ্জাব বনাম দিল্লি, মোহালি (বিকেল ৩.৩০)
২৩ মার্চ কলকাতা বনাম হায়দরাবাদ, কলকাতা (সন্ধে ৭.৩০)
২৪ মার্চ রাজস্থান বনাম লখনউ, জয়পুর (বিকেল ৩.৩০)
২৪ মার্চ গুজরাট বনাম মুম্বই, আহমেদাবাদ (সন্ধে ৭.৩০)
২৫ মার্চ আরসিবি বনাম পঞ্জাব, বেঙ্গালুরু (সন্ধে ৭.৩০)
২৬ মার্চ চেন্নাই বনাম গুজরাট, চেন্নাই (সন্ধে ৭.৩০)
২৭ মার্চ হায়দরাবাদ বনাম মুম্বই, হায়দরাবাদ (সন্ধে ৭.৩০)
২৮ মার্চ রাজস্থান বনাম দিল্লি, জয়পুর (সন্ধে ৭.৩০)
২৯ মার্চ আরসিবি বনাম কলকাতা, বেঙ্গালুরু (সন্ধে ৭.৩০)
৩০ মার্চ লখনউ বনাম পঞ্জাব, লখনউ (সন্ধে ৭.৩০)
৩১ মার্চ গুজরাট বনাম হায়দরাবাদ, আহমেদাবাদ (বিকেল ৩.৩০)
৩১ মার্চ দিল্লি বনাম চেন্নাই, বিশাখাপত্তনম (সন্ধে ৭.৩০)
১ এপ্রিল মুম্বই বনাম রাজস্থান, মুম্বই (সন্ধে ৭.৩০)
২ এপ্রিল আরসিবি বনাম লখনউ, বেঙ্গালুরু (সন্ধে ৭.৩০)
৩ এপ্রিল দিল্লি বনাম কলকাতা, বিশাখাপত্তনম (সন্ধে ৭.৩০)
৪ এপ্রিল গুজরাট বনাম পঞ্জাব, আহমেদাবাদ (সন্ধে ৭.৩০)
৫ এপ্রিল হায়দরাবাদ বনাম চেন্নাই, হায়দরাবাদ (সন্ধে ৭.৩০)
৬ এপ্রিল রাজস্থান বনাম আরসিবি, জয়পুর (সন্ধে ৭.৩০)
৭ এপ্রিল মুম্বই বনাম দিল্লি, মুম্বই (বিকেল ৩.৩০)
৭ এপ্রিল লখনউ বনাম গুজরাট, লখনউ (সন্ধে ৭.৩০)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version