আইএসএল কি দেখনদারি শুধু! পিছোচ্ছে ভারতীয় ফুটবল

0
105

আইএসএল থেকে আই লিগ, দিকে দিকে ফুটবল আকাদেমি সবই হচ্ছে, সবই চলছে। এতকিছুর পরেও ভারত ক্রমশ পিছোচ্ছে। এএফসি এশিয়ান কাপে লজ্জাজনক পারফরম্যান্সের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে একধাক্কায় ১৫ ধাপ পিছিয়ে গেল ইগর স্টিম্যাচের ভারত। সুনীল ছেত্রীরা সাফ কাপ ও আন্তঃ মহাদেশীয় কাপ জিতে আশা জাগালেও, এএফসি এশিয়ান কাপে নকআউট পর্বেও পৌঁছতে পারেননি। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া তিন দেশের কাছেই হারে ভারত। ৬ গোল হজম করলেও, এক গোলও দিতে পারেননি সুনীলরা। খেলার সময় তারা ছিল ১০২ নম্বরে, ফিফার নতুন র‍্যাঙ্কিংয়ে তারা নেমে গিয়েছে ১১৭তম স্থানে। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে কাতার ২১ ধাপ এগিয়ে ৫৮ থেকে উঠে এসেছে ৩৭ নম্বরে। এশিয়ার দেশগুলোর মধ্যে তার আগে আছে আছে অস্ট্রেলিয়া (২৩), দক্ষিণ কোরিয়া (২২), ইরান (২০) ও জাপান (১৮)। ফিফার সাম্প্রতিক ক্রমতালিকায় শীর্ষ দশে থাকা দলগুলির কোনও বদল ঘটেনি। আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া তাদের স্থান ধরে রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here