অশ্বিন ৫০০, গড়লেন অনন্য মাইলস্টোন

0
136

মিঃ অশ্বিন ফাইভ জিরো জিরো। এবার থেকে এমনভাবেই পরিচিতি পেতে পারেন বিশ্বের এইমুহূর্তে ৩ নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিন। ১ উইকেটের অপেক্ষাটা বল হাতে তৃতীয় টেস্টের শুরুতেই শেষ করে দিলেন তিনি রাজকোটে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের প্রথম উইকেটটি নিয়ে টেস্ট ক্রিকেটের ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন। ফিরিয়েছেন জ্যাক ক্রলিকে। দেশের মাটিতে অশ্বিন নিয়েছেন ৩৪৭টি উইকেট। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার ও টেস্ট ইতিহাসের নবম বোলার হলেন অশ্বিন, যিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন। তবে দ্রুততম হিসেবে অশ্বিন থাকবেন ২ নম্বরে। মুথাইয়া মুরলীধরন ৮৭ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। অশ্বিনের লাগল ৯৮ ম্যাচ। অনিল কুম্বলের লেগেছিল ১০৫ ম্যাচ। আবার সময়ের হিসেবে এই মাইলস্টোন গড়ায় অশ্বিন রইলেন তৃতীয় স্থানে। এখানেও শীর্ষে মুরলীধরন। তাঁর সময় লেগেছিল কেরিয়ারের ১১ বছর ২০১ দিন। এরপর রয়েছেন গ্লেন ম্যাকগ্রা। অশ্বিনের সময় লাগল ১২ বছর ১০১ দিন। যেখানে অনিল কুম্বলের লেগেছে ১৫ বছর ২১২ দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here