সামনে অলিম্পিক। তার আগে ভারতের মাটিতেই দেখা যাবে নীরজ শো। গত তিন বছরে প্রথমবারের মতো অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। ১২ থেকে ১৫ মে ভুবনেশ্বরে ২৭তম ফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে। সেখানেই অংশ নিতে চলেছেন নীরজ চোপড়া। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘এন্ট্রি অনুসারে, নীরজ চোপড়া এবং কিশোর কুমার জেনা ১২ মে থেকে ভুবনেশ্বরে শুরু হওয়া ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবেন।’ ১৭ মার্চ, ২০২১-এ শেষবার ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন নীরজ। সেখানে ৮৭.৮০ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে সোনা জিতেছিলেন। এরপর ২০২২ সালে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন ও ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হন নীরজ।