দেখতে দেখতে ২৫ বছর! কোনও কোনও রেকর্ড হয়, যা আর ভাঙা যায় না, স্পর্শ করা যায় শুধু। অনিল কুম্বলের ২৫ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে তেমনই অদ্ভুত এক রেকর্ড গড়েছিলেন। কুম্বলে এক ইনিংসে পাকিস্তানের ১০ জন ব্যাটারকেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। ১৯৯৯ সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রান দিয়ে ১০ উইকেট শিকার করেছিলেন কুম্বলে। তাতে অনায়াসে পাক বধ করেছিল টিম ইন্ডিয়া। ফিরোজ শাহ কোটলার স্কোরবোর্ডে কুম্বলের নামের পাশে জ্বলজ্বল করছিল ২৬.৩ – ৯- ৭৪ – ১০। ইংল্যান্ডের কিংবদন্তি জিম লেকরের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ভারতীয় এই কিংবদন্তি। অবশ্যই ভারতীয় ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে ৭ ফেব্রুয়ারি, ১৯৯৯-এই বিশেষ দিনটি। পরবর্তী সময়ে ২০২১ সালে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল মুম্বইয়ে ভারতের বিপক্ষে ১১৯ রানে ১০ উইকেট নিয়ে ছুঁয়েছিলেন জিম লেকর, অনিল কুম্বলের রেকর্ড। বিশ্বে মাত্র ৩ জনই এই বিরল রেকর্ডের অধিকারী।
https://x.com/BCCI/status/1358241573016915975?t=WuVCo9_rcJ_bmgz21HEGlw&s=08