হার্দিক-রোহিত সম্পর্ক কি তলানিতে? অশান্তি বাড়ছে মুম্বই ইন্ডিয়ান্সে

0
116

নতুন অধিনায়ক হার্দিককে বেছে নিতেই সুখের সংসারে যেন আগুন লেগেছে মুম্বই ইন্ডিয়ান্সে। দিনে দিনে অশান্তি যেন বাড়ছেই। মুম্বই কোচ মার্ক বাউচারের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন রোহিতের স্ত্রী ঋতিকা সাজদে। তা নিয়ে এমনিতেই অশান্তির আগুন জ্বলতে শুরু করেছিল, এবার সামনে এল রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া একে অপরকে সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে ফলো না করায়। তবে কি দুই ক্রিকেটারের সম্পর্ক তলানিতে অধিনায়কত্বের লড়াইয়ে! নেটিজেনদের নানা মন্তব্য এই নিয়ে আইপিএলের আগে। তবে কতদিন ধরে একে অন্যকে আনফলো করেছেন বা আদৌ কখনো ফলো করছিলেন কিনা, তা স্পষ্ট নয়। তা নিয়ে কেউ মন্তব্যও করেননি। এর আগে বাউচার রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর প্রসঙ্গে বলেন, ‘আইপিএলে খেলার বাইরেও অনেক জিনিস থাকে। এগুলো থেকে মুক্ত করতে চেয়েছিলাম। যাতে রোহিত ঠান্ডা মাথায় ব্যাট করতে পারে। আসলে এখানে আবেগকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়।’ বাউচারের সেই পডকাস্টের ভিডিওয় ঋতিকা কমেন্ট করেন, ‘কত কিছু ভুল রয়েছে এই সিদ্ধান্তে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here