সুন্দরবনে বাঘের মতন বাড়লো কুমিরের সংখ্যা

0
125

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : বাঘের মতন বাড়লো সুন্দরবনে কুমিরের সংখ্যা ও।খুশি পর্যটক থেকে শুরু করে সুন্দরবন বাসীরা।সুন্দরবনে বাঘের মত বাড়ছে কুমিরও।এবারের গণনায় খোঁজ মিলেছে ১৬৮ টি কুমিরের।কুমির গননায় দেখা গিয়েছে কুমিরের সংখ্যা বেড়ে এবারে হয়েছে ১৬৮।তবে বন দফতরের দাবি কুমিরের আসল সংখ্যা আরও বেশি হবে।এবার সুন্দরবনের ডাঙায় বাঘের মত জলে ও কুমির বেড়েছে।১২ বছর পর এবছর হয়েছিল এই কুমির গণনা।সেই গননা থেকে এই তথ্য উঠেএসেছে।এই গণনা থেকে সুন্দরবনের কুমিরের চরিত্র,বাসস্থান, খাদ্য তালিকা সহ অনেকগুলি বিষয় বিশ্লেষণের কাজ করা হচ্ছে। বনদফতর সূত্রের খবর, গত কুমির সুমারিতে ভারতীয় সুন্দরবনে ১৪১টি কুমিরের উপস্থিতি জানা গিয়েছিল। তবে একেবারে ছোট কুমিরকে গণনা থেকে বাদ দেওয়া হয়েছিল সেবার।এবার বেশ খানিকটা বেড়েছে কুমিরের সেই সংখ্যা।এবার সেই সংখ্যাটা হয়েছে ১৬৮।এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বললেন, সুন্দরবনের ৪২০০ কিলোমিটার এলাকা জুড়েই এই গণনার কাজ করা হয়েছে।সরাসরি দেখে ও এলাকায় কুমিরের উপস্থিতি অনুভব করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। ২০১২ সালের পরে এ বছর এই গণনার কাজ করা হয়েছে। ৩১ টি দল তিন দিন ধরে এই কাজ করেছিল।আর সুন্দরবনে বাঘের মতন কুমিরের সংখ্যা বাড়ায় খুশি পর্যটকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here