উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের অভাবী মেধাবী ছাত্রী সুমনা ডাক্তার হতে চায়।এবারের মাধ্যমিক পরীক্ষায় নব্বই শতাংশ নাম্বার পেয়ে ডাক্তার হতে চায় সুন্দরবনের সুমনা হালদার।সুন্দরবনের মথুরাপুর থানার কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সুমনা হালদার ৬৪৭ নম্বর পেয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে প্রথম হয়েছে।ছাত্রীটির বাড়ি কৃষ্ণচন্দ্রপুরেরই শীতলা রোডে। ছাত্রীটির বাবা সুভাষ হালদার বাতাসা কাটে।দারিদ্র সীমার নিচে বসবাস করে।মা এক জন সাধারণ গৃহবধূ।তিন ভাই বোনের দ্বিতীয় সন্তান সুমনা।কোন প্রাইভেট টিউশন ছাড়াই সে এই ফলাফল করেছে।আরো বেশি নাম্বার পাওয়ার ইচ্ছা ছিল তাঁর। তাঁর প্রাপ্ত নম্বর বাংলাতে ৯১, ইংরেজিতে ৮৫ অংকে ৮৭, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯০ ও ভূগোলে ৯৯।সে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইছে।তবে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।এদিন এই ফলাফলে খুশির হাওয়া ছাত্রীটির পরিবারে ও তাঁর কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে।এব্যাপারে এই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি বলেন, বিদ্যালয়ের তরফে যথাসাধ্য তাঁর পাশে থাকার চেষ্টা করা হয়েছে।প্রধান অন্তরায় আর্থিক সমস্যা।কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান তাঁর পাশে এসে দাঁড়ালে ওর স্বপ্ন পূরণ হতে পারে।অত্যন্ত পরিশ্রমী নিষ্ঠাবান,শৃঙ্খলা পরায়ন এই ছাত্রীটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা। আমরা খুশি মেধাবী গরীব এই গরীব এই ছাত্রীটির সাফল্যে।