বরুণ মণ্ডল : দীর্ঘদিন পর শিক্ষা সংক্রান্ত খবরাখবরে আবার একটা ভালো খবর এলো। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সরকারপোষিত বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য(ভাইস চ্যান্সেলর) নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। ১৮ অক্টোবর শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী ভিসি নিয়োগ প্রক্রিয়া শুরু হল। রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, প্রথমদিন রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হল। এর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় প্রশাসনিক কাজ ও পঠনপাঠনে একটা বড়োসড়ো ব্যাঘাত ঘটেছে। স্থায়ী ভিসি না থাকায় অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং বহুদিন দিন আটকে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় বাঙালি ভিসি ছিলেন স্যর গুরুদাস বন্দ্যোপাধ্যায়(১৮৯০ – ‘৯২)। বর্তমানে এতোদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য ছিলেন অধ্যাপিকা শান্তা দত্ত দে।