সরফরাজ আউট হতেই রাগে টুপি ছুড়ে ফেললেন রোহিত

0
54

শেষ দেখে কে বুঝবে, শুরুতে কতটা বিধ্বস্ত ছিল টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের প্রথম দিনই ঝকঝকে জোড়া সেঞ্চুরি। একটা রোহিত শর্মার আর অন্যটা রবীন্দ্র জাদেজার। পাশাপাশি দুরন্ত অর্ধশতরানের ইনিংস সরফরাজ খানের। রাজকোটে তরোয়ালের মতো আরও জোরে ব্যাট ঘুরিয়ে সেলিব্রেশন করতেই পারতেন রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে ফিরে এসেই যে সেঞ্চুরি। কিন্তু তা পারেননি। বলা ভাল, ততটা উচ্ছ্বাস দেখাননি। কারণ, আগের বলেই ৯৯ রানে থাকতেই তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে দুরন্ত অভিষেক করা সরফরাজ খান ফিরে গেছেন রানআউট হয়ে।রবীন্দ্র জাদেজা ডেকেও তাঁকে ফেরত পাঠান। যা দেখে ড্রেসিংরুমে নিজের টুপি ছুড়ে ফেলে রাগ দেখান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অভিষেক ম্যাচেই স্বপ্নের ইনিংসটাই খেলছিলেন সরফরাজ। ৪৮ বলে পেয়েছিলেন আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম হাফসেঞ্চুরি। শেষপর্যন্ত জাদেজার ভুলে ৬৬ বলে ৬২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ছেলে ব্যাট করার সময় যতটা আনন্দে ছিলেন, হঠাৎ ছন্দপতনে হতাশায় মুখ ঢাকেন সরফরাজের বাবা-মা। সরফরাজ নিজেও ড্রেসিংরুমে ফিরে মনখারাপ করে বসেছিলেন। রাগে ড্রেসিংরুমেই টুপি ছুড়ে ফেলেন রোহিত। অন্যদিকে ৫৭তম টেস্টে একাদশ টেস্ট সেঞ্চুরিটা হাঁকালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনিই এখন ভারতের সবচেয়ে বয়স্ক শতরানকারী অধিনায়ক। তাঁর বয়স ৩৬ বছর ২৯১ দিন। ইংল্যান্ডের বিরুদ্ধেই ৩৬ বছর ২৭৮ দিনে সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড এতদিন নিজের করে রেখেছিলেন বিজয় হাজারে। বয়সের হিসেবে তাঁকে টপকে গেলেন রোহিত। এর আগে ওডিআই ও টি২০ ক্রিকেটেও সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করার রেকর্ডটা নিজের করে রেখেছিলেন রোহিত শর্মা। গতবছর এই ফেব্রুয়ারি মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে সেঞ্চুরি পেয়েছিলেন রোহিত। বছরখানেক পর ঘরের মাঠে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৬ বলে ১৩১ রানের ইনিংস খেললেন। তাতে রয়েছে ১৪ চার ও ৩ ছয়। তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০০ রানের মাইলস্টোনও স্পর্শ করেন রোহিত। সব নিয়ে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা ভারত, দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬। রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার চতুর্থ উইকেট জুটিতে ওঠে ২০৪ রান। রোহিত ফেরেন ১৩১ রানে। সরফরাজ ফেরেন ৬২ রানে। আর জাদেজা প্রায় ২ বছর পর টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ১১০ রানে। দিনের শেষে তাঁর সঙ্গী কুলদীপ (১)। শুরুটা অবশ্য বেসামাল হয়ে যায় পরপর উইকেট হারানোয়। যশস্বী ফেরেন ১০ রানে। খাতাই খুলতে পারেননি শুভমন গিল। ফেরেন শূন্য হাতে। রজত পাতিদার ফেরেন ৫ রানে। এরপর তরুণ সরফরাজকে নয়, জাদেজার অভিজ্ঞতার জন্যই আগে ব্যাট করতে পাঠায় ভারত। ভারতের ব্যাটিং লাইন আপের প্রথম তিন ব্যাটারই উডের শিকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here