সরফরাজকে সৌরভ গাঙ্গুলির দিল্লি দলেই রাখেইনি। কেন? তবে কি জহুরি জহর চিনতে ভুল করেছেন! যে সৌরভ তাঁর জমানায় এত ক্রিকেটারকে আবিষ্কার করেছেন, তিনি থাকতেই কিনা দিল্লি ক্যাপিটালসে এবার ঠাঁই হল না মুম্বইয়ের এই ব্যাটারের! অভিষেকেই দুর্দান্ত খেলা সরফরাজের বাদের কারণ জানতে চাওয়াটাই স্বাভাবিক। সৌরভ অবশ্য জবাবও দিয়েছেন। সরফরাজকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘আমার মতে সরফরাজ মূলত লাল বলের ক্রিকেটার। ৫ দিনের ক্রিকেট ওর জন্য বেশি উপযোগী। টি২০ আলাদা ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে ও প্রচুর রান করেছে। তার বেশির ভাগই রঞ্জি ট্রফি বা প্রথম শ্রেণির অন্য প্রতিযোগিতাগুলোয়। একটা কথা বলব, রান করলে সেটা কাজে আসবেই।’ এখন দেখার, কোন ফ্র্যাঞ্চাইজি এবার সত্যি নেয় সরফরাজকে! আর সরফরাজ সেখানে নিজেকে প্রমাণ করতে পারে কিনা তাও দেখার। অভিষেক টেস্টে সরফরাজ যে দ্রুত রান তুলতে পারেন তা দেখিয়েও দিয়েছেন।