এবারে সমকামী প্রেমের গল্পে অভিনয় করেছেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। পুরোপুরি ভিন্ন ধরনের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রান্তিক ব্যানার্জি। গানটির নাম “রামধনু”। মুক্তি পেল সেই গানের মিউজিক ভিডিও। শহরে হয়ে গেল গ্র্যান্ড প্রেস মিট। পরিচালনা করেছেন পরিচালক অর্পণ বসাক। রামধনুর সাত রঙ এর ছোঁয়া থাকছে এই গল্পে। এছাড়া লিরিক্যাল হিপ হপের উপস্থাপনা থাকছে শিল্পী টাইজেন রোহানের। অন্যদিকে গানটি গেয়েছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। “পান্ডব গোয়েন্দা” সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে প্রান্তিক ব্যানার্জির সঙ্গে অভিনয় করতে করেছেন অভিনেতা উদয় শঙ্কর সামন্ত। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন অর্ণব গুহা। গানটির সুর ঋষভ চক্রবর্তী দিয়েছেন ও গীতিকার সমিরণ বাড়ুই। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। রামধনু মুক্তি পেয়েছে জি বাংলা মিউজিক থেকে ৷