সন্দেশখালিতে আগুনে পুড়ে জখম বধু

0
122

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : আগুনে পুড়ে গুরুতর জখম হলেন এক গৃহবধু।জখম বধুর নাম মিতা রায়। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার জেলিয়াখালি গ্রামে।বর্তমানে ওই বধু গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালের বার্ণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ,এদিন দুপুরে ওই বধু রান্না করছিলেন। আচমকা তাঁর পরনে কাপড়ে আগুন ধরে যায়। কোন কিছু বুঝতে পারার আগেই তাঁর শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়।সেই মুহূর্তে ওই বধু চিৎকার করতে থাকেন। পরিবারের লোকজন তড়িঘড়ি ওই বধুকে উদ্ধার করে।চিকিৎসার জন্য স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে ওই বধুর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।বধুর স্বামী সুকান্ত রায় জানিয়েছেন,বাড়িতে ছিলাম না। কি ভাবে ঘটনা ঘটেছে জানা নেই। প্রতিবেশীরা আমার স্ত্রী কে উদ্ধার না করলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারতো।’বর্তমানে ওই বধু আশাঙ্কাজনক অবস্থা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here