লোকসভা নির্বাচনী প্রচারে জেলায় আসবেন মুখ্যমন্ত্রী, তার আগে প্রস্তুতি সভা গঙ্গারামপুরে

0
138

দক্ষিণ দিনাজপুর: চলতি মাসের আগামী ৬ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলার ভূমিপুত্র এবং রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর তামিল জোর কদমের জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর শহরের নিউমার্কেট এলাকায় অবস্থিত তরুণের আহ্বান ক্লাবে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক, শহর ও অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, বিধায়কদের নিয়ে প্রস্তুতি সভা করলেন তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা আইএনটিটিউসির সভাপতি নামিজুর রহমান, মৃণাল সরকার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এ বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র জানান, ” চলতি মাসের আগামী ৬ তারিখে তপনে লোকসভা নির্বাচনের প্রচারে এক বিশাল জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমল তথা দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জী। তাই তার আগে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা-নেত্রীদের নিয়ে আজ এই প্রস্তুতি সভা করা হল”। এই দিন গঙ্গারামপুর এই প্রস্তুতি সভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here