রাশিয়ায় আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আলেক্সাই নাভালনির মৃত্যুর পর কার্যত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভ্লাদিমির পুতিন আরো ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে মত বিশ্লেষকদের। পুতিন ছাড়া আরো তিনজন নিবন্ধিত প্রার্থী রয়েছেন। তারা হলেন জাতীয়তাবাদী রক্ষণশীল লিওনিদ স্লাতস্কি, কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনোভ ও ব্যবসায়ী ভ্লাদিস্লাব দাভানকোভ। তবে তারা ইউক্রেনে রুশ আগ্রাসনের সমর্থক।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিরোধী বরিস নাদেজদিন ও ইকোতেরিনা দুনতসোভা প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য ১০ হাজার স্বাক্ষর সংগ্রহ করেছিলেন। তবে তাদের আবেদন বাতিল হয়ে গেছে। সমালোচকরা বলছেন, দমন-নিপীড়নে বিরোধী দল ধ্বংস হয়ে যাওয়ায় এই তিন প্রার্থীর ভূমিকা হলো যেকোনো অসন্তোষকে চাপা দেওয়া এবং বহুদলীয় নির্বাচনের বিষয়টি ফুটিয়ে তোলা।