Monday, December 23, 2024
spot_img

রাজকীয় সেঞ্চুরি করে কেন মাঠ ছাড়লেন যশস্বী

তৃতীয় দিনে রাজকীয় ইনিংস উপহার দিলেন যশস্বী জয়সওয়াল। ছন্দে ফিরলেন শুভমন গিলও। তৃতীয় দিনের শেষে অশ্বিনহীন ভারত এগিয়ে ৩২২ রানে। যেখানে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেট হারিয়ে ১৯৬। এই ১৯৬ রানের মধ্যে যশস্বীর ব্যাট থেকেই এসেছে ১০৪ রান। এরপর তিনি পিঠে সমস্যার কারণে অবসৃত হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে শুভমন গিল ৬৫ রানে অপরাজিত। তাঁর সঙ্গী কুলদীপ যাদব ব্যাট করছেন ৩ রানে। এই ইনিংসে রোহিত ১৯ রানের বেশি করতে পারেননি। রজত পাতিদার আবার ফেরেন শূন্য হাতে। ডাকেটের বাজবল পারফরম্যান্সের পর ইংল্যান্ড অলআউট হয় ৩১৯ রানে। ডাকেট ১৫১ বলে করেন ১৫৩ রান। তাঁর পর সর্বোচ্চ ৪১ রান করেন বেন স্টোকস। ভারতের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট পান কুলদীপ ও জাদেজা। বাকি দুটি নেন বুমরাহ ও অশ্বিন। প্রথম ইনিংসে ভারত করে ৪৪৫ রান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles