এক্কেবারে যেন থ্রি-ডি শো! ডেডিকেশন, ডিটারমিনেশন আর ডিসিপ্লিনে ভর করেই বিস্ময় ব্যাটিং করেন আমির হোসেন। আমিরের বিস্ময়কর ব্যাটিং দেখতেই তাঁর বাড়িতে হাজির ক্রিকেট ঈশ্বর। সম্প্রতি কাশ্মীর ভ্রমণে গেছেন সচিন তেন্ডুলকর। সেখানেই নানা ছবি সমাজমাধ্যমে ভাইরাল। এবার আমিরের ব্যাটিং স্বচক্ষে দেখতে তাঁর বাড়িতে গেলেন সচিন। নিজেদের গ্রাম ওয়াঘামা গ্রামে পারিবারিক কারখানায় কাজ করার সময় ভয়ঙ্কর দুর্ঘটনায় দুই হাতই হারান আমির। হাত হারিয়েছেন, আশা ছাড়েননি তারপরও। পা দিয়ে বোলিং ও কাঁধ ও ঘাড় দিয়ে ব্যাটিং করে তাক লাগিয়ে দিয়েছেন। এখন ৩৪ বছরের এই যুবক কাশ্মীর প্যারা দলের অধিনায়কত্ব করছেন। যার বাড়ি গিয়ে সাক্ষাৎ করেন সচিন। সেই ভিডিও সমাজমাধ্যমে শেয়ারও করেন মাস্টার ব্লাস্টারও। ভিডিওতে দেখা যায়, সচিন নিজের স্বাক্ষর করা একটি ব্যাট আমিরকে দিয়েছেন। আমির সেই উপহার নিয়ে কীভাবে ব্যাটিং করেন সেটি সচিনকে দেখিয়েছেন। এছাড়া তারা বসে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথাও বলেন। এ সময় সেখানে আমিরের পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।