Monday, December 23, 2024
spot_img

মর্মান্তিক পথ দূর্ঘটনায় সোনারপুরে মৃত্যু ঘটলো নবাগত অভিনেতা আজাদ সেখের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : শনিবার মর্মান্তিক পথ দূর্ঘটনায় হলো বাংলা সিনেমার নবাগত এক অভিনেতার।শোকের ছায়া মৃতের পরিবারে, এলাকায় ও টালিগঞ্জের সিনেমা পাড়ায়।শনিবার সকালে দক্ষিন ২৪ পরগনার সোনারপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটলো অঙ্কুশের সহ-অভিনেতার।তিনি অভিনয় করেছিলেন ‘মির্জা’ সিনেমায়।মৃত অভিনেতা আজ়াদ শেখের পরিবার সূত্রে জানা গেল, বিভিন্ন রকম কাজে যুক্ত ছিলেন ওই যুবক। ব্যবসা ছিল। পাশাপাশি অভিনয় ছিল তাঁর নেশা। আজাদের পরিবারে বাবা-মা ছাড়া নয় বছরের একটি পুত্রসন্তান আছে।স্ত্রী আগেই মারা গেছেন। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার আড়াপাঁচে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজ়াদ শেখ। ৩৫ বছরের আজ়াদ সেখ অঙ্কুশ হাজরা অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মির্জা’য় অভিনয় করেছিলেন।ওই সিনেমায় আজ়াদের ছেলেও একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় মৃতের পরিবারের কাছে।পুলিশ জানিয়েছে,শনিবারই দেহের ময়নাতদন্তে পাঠানো হয়।আজাদ সোনারপুর থানার জগদীশপুরের বাসিন্দা ছিলেন।শনিবার ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে আজাদ বেরিয়ে ছিলেন মামার বাড়ি যাবেন বলে। আজ়াদের পরিবার সূত্রে জানা গেল, কোনও কারণে দু’দিন পর পরিবারের সকলে মিলে আজ়াদের মামার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ়াদ শনিবারই বেরিয়ে পড়েন বাইক নিয়ে। তাঁর বাবা বারণ করেছিলেন। কিন্তু শোনেননি আজ়াদ। তার কিছু ক্ষণ পরেই দুর্ঘটনার খবর পায় পরিবার। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বাইক নিয়ে একটি মালবাহী গাড়িতে ধাক্কা মারে আজ়াদের বাইক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকের গতিবেগ এতটাই ছিল যে, সামনের চাকা খুলে গড়িয়ে যায় রাস্তার। বাইকের সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
আজ়াদের পরিবার সূত্রে খবর, বিভিন্ন রকম কাজে যুক্ত ছিলেন ওই যুবক। ব্যবসা ছিল। পাশাপাশি অভিনয় ছিল তাঁর নেশা। আজাদের পরিবারের বাবা-মা ছাড়া নয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।আগামী ২০ মে আজাদের জন্মদিন। স্ত্রী মারা গিয়েছেন আগেই।আর পিতা মাতা হীন হয়ে গেল নবছরের শিশু। মৃতের জামাইবাবু জিয়াদ মল্লিক বলেন, ‘‘সন্তান জন্মের সময় আজ়াদের স্ত্রী মারা যান। জন্ম দিনের আগে বাবাকেও হারাল ছেলে।’’ তিনি জানান, ছেলেকেও অভিনয় শেখাচ্ছিলেন আজ়াদ। বাবা ও ছেলে একসাথে ‘মির্জ়া’ সিনেমায় অভিনয় করেছেন। আজ়াদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকস্তব্ধ এলাকা। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, দ্রুত গতিতে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী গাড়িতে ধাক্কা মারে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে তদন্তের কাজ শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।আর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles