সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং- প্রত্যন্ত সুন্দরবনের দ্বীপ বেষ্টিত গোসাবা ব্লক।এক দ্বীপ থেকে অন্যদ্বীপের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেওয়া কষ্টসাধ্য ব্যাপার। সেই কারণে দ্বীপ এলাকার প্রচুর মানুষজন এখনও অবধি ভ্যাকসিন নিতে পারেনি।দ্বীপ এলাকাবাসীদের সুবিধার জন্য নদীতে চালু হল ‘ভ্যাকসিন অন বোট’। সোমবার কুমিরমারী দ্বীপে ভ্যাকসিন অন বোট এর আনুষ্ঠানিক ভাবে সূচনা করেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। উপস্থিত ছিলেন জেলা শাসক পি উলগানাথন,গোসাবার বিডিও সৌরভ মিত্র সহ অন্যান্য সরকারী আধিকারীকগণ।ভ্যাকসিন অন বোট’ চালু হওয়ায় জলযানে চেপে গোসাবা ব্লকের বিভিন্ন দ্বীপ এলাকায় পৌঁছে যাবেন স্বাস্থ্যকর্মীরা।এক প্রকার বাড়িতে বসেই ভ্যাকসিন নিতে পারবেন দ্বীপ এলাকার ষাধারণ মানুষ।
গোসাবার বিডিও সৌরভ মিত্র জানিয়েছেন “বহু মানুষ রয়েছেন,যাঁরা এক দ্বীপ থেকে আর এক দ্বীপের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারেননি।মূলত সেই সমস্ত মানুষদের কথা চিন্ত করেই এমন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ”