Thursday, July 4, 2024
spot_img

বড়ো পর্দায় নতুন প্রেমের গল্প। একসাথে জুটি বাধছে নবাগত টাব্বু ও রিতিকা। একগুচ্ছ চেনা মুখ নিয়ে আসছে “কোথায় তুমি”

এবারে বড়ো পর্দায় আসছে বিখ্যাত নাট্যকার জন গ্যালসওয়ার্দি এর “জাস্টিস” নাটক অবলম্বনে নতুন ছবি “কোথায় তুমি”। নাটকটি তে যেমন সমাজের সাধারণ মানুষ কিভাবে আইনে প্যাচ এ পরে বিপদে পড়ে, ঠিক সেই ভাবেই দেখানো হয়েছে আইনের জালে জড়িয়ে সাধারণ মানুষ কে আইনের রক্ষক রা জীবন নষ্ট করে দিতে পারে,রাজনৈতিক কারবারি রা হিন্দু মুসলিম বিদ্বেষ দেখিয়ে যতো ই ভোট ফায়দা তুলুন না কেনো, কোথায় তুমি দেখিয়ে দিচ্ছে একজন মুসলিম সাব্বির বাবু ( খরাজ মুখার্জি) কি ভাবে এক হিন্দু ছেলে কে নিজের ভাই এর মত শুরু থেকে শেষ অব্দি জীবনের সব লড়াই এ পাশে থাকে,আর একটা ভীষণ পরিনত আধুনিক দিক হল ভালো বাসা না থাকলে বিয়ের পর ও বেরিয়ে আসার যায় তাতে সমাজ এর লোক লজ্জার ভয়ে হয়তো আমরা গুটিয়ে যাই কিন্তু জীবনে মানসিক শান্তি টা ই সব ।

একগুচ্ছ চেনা মুখ নিয়ে এই ছবির পরিচালনা করেছেন পরিচালক আন্থনি জেন। ছবির প্রায় ভাগ শ্যুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। কিছু কলকাতা তে । ছবিতে জুটি বাধছেন নবাগত টাব্বু ও রিতিকা সেন। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জী, শান্তিলাল মুখার্জী, আয়োশি সিন্থিয়া প্রমুখ কে।

সৌরভ নামে এক জনৈক তরুন পেশায় একজন কেরানি । রোজ কার একঘেয়ে জীবনে হঠাৎ বসন্ত আসে যখন পাশের বিন্ডিংয়ের একটি মেয়ের প্রেমে পড়ে সে। প্রেম এর কুড়ি ফুল হয়ে ফোটার আগেই নষ্ট হয়ে যায় এক টা ছোট্ট ভুল এ । এর পর আবার কি তারা এক হয়? হলে কি ভাবে? আর এক হয়ে এবার আরো ভয়ংকর বিপদ আসে, যার ফল স্বরূপ কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে আনা যায়নি তাদের ভালোবাসা কে। এরপর কি হয়, সেটাই নিয়ে মূল সিনেমার গল্প। পরিচালক আন্থনি জেন জানান “এক নির্মম সামাজিক ব্যাবস্থা ফুটে উঠবে এই ছবিতে। আমাদের নায়ক টাব্বু ও নায়িকা রিতিকা খুব সাপোর্টিভ। সব সিচ্যুয়েশনে মানিয়ে নিতে পারে। হিরো হিসাবে দারুন অভিনয় করেছে টাব্বু। মনে হবে না এটা ওর দ্বিতীয় ছবি। এটা পুরোপুরি ডার্ক ছবি।”

ছবিটি মুক্তি পাবে “ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট” ও “পিপিএফ এন্টারটেইনমেন্ট” এর যৌথ ব্যানারে। ছবিতে গান গেয়েছেন নাকাশ আজিজ আর অন্যেসা , সঙ্গীত দেন দেব সেন, লিরিক প্রিয় চট্টোপাধ্যায়। রোমান্টিক গান টি ভীষণ ই মিষ্টি । আর ‘ও জয়ীতা ‘ গানটি তালের গান , গানটি শুনলে পা আপনারও দোলা তে ইচ্ছে করবে । ব্যোমকেশ ফেলুদা থ্রিলার এর বাজারে অনেকদিন পর মশলাদার সিনেমা বেশ ভালোই লাগবে দর্শক দের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles