বিরাট নেই। টেস্ট দলে বাংলার আরও এক ক্রিকেটার

0
131

বিরাট বিরতিতেই থাকলেন গোটা সিরিজ। নিজের কেরিয়ারে এই প্রথম হোম সিরিজ মিস করলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর পর, শেষ তিন টেস্টেও খেলতে পারবেন না জানিয়ে দিলেন কোহলি। দল নির্বাচনের আগে অনলাইনে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। সেখানেই কোহলি জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। কী হয়েছে তা নিয়ে কেউই মন্তব্য করেননি। বিসিসিআই জানিয়েছে, ‘বোর্ড পুরোপুরি সম্মান ও সমর্থন জানায় বিরাট কোহলির সিদ্ধান্তকে।’ ফের বিরাটের ব্যক্তিগত কারণ নিয়ে চর্চা না করে, এই সময় তা সম্মান করার জন্য ফ্যান ও মিডিয়ার কাছে আর্জি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাকি টেস্টে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ারও। তবে বাংলার জন্য সুখবর। বাংলা থেকে টেস্ট দলে রয়েছেন ২ ক্রিকেটার। মুকেশ কুমারের পাশাপাশি বাংলা ক্রিকেট থেকে সুযোগ পেলেন আরও এক ক্রিকেটার। প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন আকাশদীপ। তৃতীয় ম্যাচে বুমরাহকে বিশ্রাম দিলে অভিষেক হতেও পারে আকাশদীপের। প্রথম দু’টি টেস্টের দলে বাংলার মুকেশ আগে থেকেই ছিলেন। খেলেছেন ১ ম্যাচ। বিশ্রামের পর দলে ফিরিয়ে আনা হয়েছে মহম্মদ সিরাজকে। বিরাট-শ্রেয়সকে বাদ দিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে যে ভারতীয় দল ঘোষণা হল, তাতে ফিরেছেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। তবে বিসিসিআইয়ের মেডিক্যাল বোর্ড অনুমতি দিলে তবেই তারা দুজন খেলবেন।

একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুড়েল, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশদীপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here