সুভাষ চন্দ্র দাশ, জীবনতলা : ৬১ বছর বয়সে দিলীপ ঘোষ তথা বিজেপি নেতা বিয়ের পিঁড়িতে বসছেন। এমন ঘটনার কথা জানতে পেরে আনন্দে উৎফুল্ল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।তবে বিয়েতে নিমন্ত্রণ না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিয়েতে নেমন্তন্ন করলে খুব ভালো হত। বিয়েতে খাওয়া দাওয়ার খুব ইচ্ছা ছিল। এই বয়সে বিজেপি নেতা বিয়ের পিঁড়িতে বসছেন বলে খুবই আনন্দিত ক্যানিং পূর্বের বিধায়ক। তিনি আরও বলেন, দিলীপ দার একটু সতর্ক থাকতে হবে। যেভাবে উনি এতদিন রাজনীতির আঙিনায় ব্যাটিং করেছেন, যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংস আর এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে।এই তফাৎ টা ওনাকে প্রথমে বুঝতে হবে। এতদিন পরে যে শুভবুদ্ধির উদয় হয়েছে তার জন্য দিলীপ দাকে অনেক শুভেচ্ছা রইল। ওনার দাম্পত্য জীবন খুব সুখের হোক। যদি আমাদের একটু নেমন্তন্ন করতো তাহলে খুব ভালো হত। ওনার বিয়েতে খুব খাওয়ার ইচ্ছা ছিল। ওনার জন্য শুভেচ্ছা রইল। তবে ওনার একজন সহকর্মী আছে, তার মাথা খারাপ। তার বিষয়টাও একটু ভাবার জন্য অনুরোধ করেন ক্যানিং পূর্বের বিধায়ক।’
উল্লেখ্য নাম না করে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে এই কথা যে তিনি ইঙ্গিত করেছেন তা ধরে নেওয়া যায়। তাছাড়া কার নাম করা হল দিলীপদা ঠিক বুঝতে পেরেছেন সেটাও জানিয়েছেন শওকত। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনিও বিজেপির অনেক দায়িত্বও সামলেছেন। ওবিসি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্বেও ছিলেন। বিজেপি করার সূত্রেই ৪৭ বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় চার হাত একত্রিত হবে এবং পূর্ণাঙ্গ পরিণতি পেতে চলেছে।