বিজেপি ও সিপিআইএমের হাত থেকে কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের দখল নিলো শাসক তৃনমূলের নবনির্বাচিত সাংসদ বাপি হালদারের হাত ধরে 

0
222

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ভোটের ফলাফল প্রকাশের পর থেকে বিরোধী দল থেকে শাসক দলে যোগদান লেগে রয়েছে। আর এবার মথুরাপুরের নব নির্বাচিত সাংসদ বাপি হালদারের হাত ধরে  বিরোধী দলের চারজন তৃনমূলে যোগ দিলেন।গত পঞ্চায়েতে মথুরাপুর ১ নং ব্লকের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে বিজেপি ও সিপিআইএম মিলে বোর্ড গঠন করে ছিলো।ভোটের আগে বিজেপির এক সদস্য তৃনমূলে যোগ দিয়েছিলো।আর শুক্রবার কৃষ্ণচন্দ্রপুরে নাগরিক সমাজের উদ্যোগে বাপি হালদারের  এক সংবর্ধনা অনুষ্ঠানে কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের এক জন বিজেপি সদস্য, এক জন সিপিএমের সদস্য ও দুজন নির্দল সদস্য নব নির্বাচিত সাংসদের হাত থেকে তৃনমূলের পতাকা তুলে নেন।  আর তার ফলে এই পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠ হয়ে গেল তৃনমুল।শাসক দলে যোগ দিয়ে এদিন বিরোধী দলের চার জন সদস্য বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তৃনমুল কংগ্রেসে যোগ দিয়ে এলাকার উন্নয়নের কাজ করতে চাই।এদিন সাংসদ বাপি হালদার বলেন,মানুষ বিরোধীদের কুৎসা, ভাওতা বুঝতে পেরে গেছে।তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে ওরা তৃনমূলে যোগ দিলেন।তিনি এও বলেন, আমি মানুষের পাশে আছি এবং থাকবো। এছাড়াও যেখানে রাস্তাঘাট হয় নি এবং নদী বাঁধ মেরামত হয়নি সেই সব দিকে আমি নজর দেবো। এবার সুন্দরবনে উন্নয়নে জোয়ার আমি বইয়ে দেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here