উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে বঙ্গোপসাগরে,বলে কুলতলিতে হুশিয়ারী অভিষেকের।চতুর্থ দফার নির্বাচন শেষ। এবার বাকি তিনটি দফায় দক্ষিণবঙ্গের আসন গুলো তে নির্বাচন সম্পন্ন হবে।এর মধ্যে দ: ২৪ পরগনার ৪টি আসন এমনিতেই তৃণমূলকংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এই চারটি আসনে ‘বিজেপিকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে’কুলতলির একটি সভা থেকে শনিবার দুপুরে হুঁশিয়ারি তৃণমূলের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।শনিবার জয়নগর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলতলির জামতলার জালাবেড়িয়ার মাঠে এই জনসভা থেকেই অভিষেকের হুঙ্কার, ‘এখানে আর তৃণমূল-বিজেপির লড়াইয়ের ভোট নয়, এখানে ভোটের ব্যবধান বাড়ানোর লড়াই।’এবার কেন্দ্রে বিজেপি সরকার গড়তে পারছে না বলেও দাবি করেন অভিষেক। এদিনের সভা থেকে অভিষেক বলেন, ‘ আগামী ৪ ঠাজুন লোকসভা নির্বাচনের ফল বেরোবে কিন্তু বিজেপি এবার সরকার গড়তে পারবে না।’অভিষেকের কথায়, সরকার গড়ার সঙ্গে সঙ্গে বিপিএল পরিবার গুলিকে বছরে বিনামূল্যে ১০টি করে সিলিন্ডার দেওয়া হবে নতুন ইন্ডিয়া জোট সরকারের তরফে। অভিষেক বলেন, ‘স্যাকরার টুকটাক, কামারের এক ঘা। আগামী ১ লা জুন এক কোপে বিজেপিকে বধ করবেন।’এদিন অভিষেকের বক্তৃতার মধ্যে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। রীতিমতো চিত্রনাট্য তৈরি করে সন্দেশখালিতে মহিলাদের দিয়ে মিথ্যা মামলা করানো হয়েছিল বলে দাবি করেন তিনি।এরপরেই অভিষেক বলেন, আগামী ১ লা জুন মহিলা শোষণকারী এবং নির্যাতনকারী বিজেপির যে ক’জন ছাইপাশ পড়ে রয়েছেন, তাঁদের ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দিতে হবে।’একদিকে, সন্দেশখালিতে মহিলাদের দিয়ে এরকম মিথ্যা অভিযোগ রটানো এবং আরেকদিকে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য নারীদের নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করে দিচ্ছে বলে সমালোচনা করেন এদিন অভিষেক।তীব্র তাপদহে ভীড়ে ঠাসা