(জেলা-মালদা)
৭ মার্চ, ২০২৩-এ, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন , 70 তম বি এস এফ ,বর্ডার ফাঁড়ি সাসনির জওয়ানরা সীমান্তে বসবাসকারী নাগরিকদের জন্য একটি সিভিক অ্যাকশন ক্যাম্পের আয়োজন করেছিল। এরপর জুনিয়র হাই স্কুল সাসনীতে সাসনী গ্রামের যুবক ও বিএন ক্লাবের খেলোয়াড়দের মধ্যে তে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এতে সাসনী গ্রামের দল ৩-০ গোলে জয়ী হয়।
আশেপাশের এলাকার প্রায় ৫০০ গ্রামবাসী নাগরিক অ্যাকশন কর্মসূচিতে অংশ নিয়েছিল। এই সময় জওয়ানরা দরিদ্র লোকদের সেলাই মেশিন, মশারি, জলের পাইপ, শিশুদের স্কুল ব্যাগ, স্টেশনারি সামগ্রী, ক্যারাম বোর্ড এবং সাদা বোর্ড বিতরণ করেন। এইভাবে বিএসএফ জওয়ানরা গ্রামবাসীদের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার সামগ্রী বিতরণ করেছে।
এলাকার মানুষ, বিএসএফ আয়োজিত ক্যাম্পের জন্যে প্রশংসা করেন । গ্রামবাসীরা বিএসএফকে ভবিষ্যতে আরও বেশি করে এই ধরনের ক্যাম্প আয়োজন করার আহ্বান জানান।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, বিএসএফের মুখপাত্র বলেন, রোদ, ঝড়-বৃষ্টি নির্বিশেষে বিএসএফ সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করে। সীমান্তবাসীদের কল্যাণে বিএসএফ সময়ে সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে।