জেলা- উত্তর ২৪ পরগণা
০৩ এপ্রিল,২০২৩ তারিখের সকালে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি রানঘাটের সতর্ক জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং মাছের ডিম ভর্তি ৪৮ টি প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করে। জব্দ করা মাছের ডিমের বাজার মূল্য ৭,২০,০০০/- টাকা। এসব মাছের ডিম চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
আসলে, কর্তব্যরত জওয়ানরা এলাকায় কিছু চোরাকারবারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের চ্যালেঞ্জ করে। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে চোরাকারবারীরা অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে সাথে রাখা সামগ্রী ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জব্দকৃত মাছের ডিম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র বিএসএফ জওয়ানদের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করে বলেছেন যে এটি দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের সতর্কতার কারনে সম্ভব হয়েছে। তিনি সীমান্তবাসীকে কোনো অবস্থাতেই চোরাচালান কার্যক্রমে না জড়ানোর আহ্বান জানান। বিএসএফ জওয়ানরা কোনো অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনো ধরনের অপরাধ হতে দেবেন না এবং চোরাচালান বা আন্তঃসীমান্ত অপরাধে জড়িত ব্যাক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না।