বালাপুরে পানীয় জলের দাবিতে বালুরঘাট-তপন রাজ্য সড়ক অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা

0
182

দক্ষিণ দিনাজপুর: গত তিন বছর ধরে গ্রামে জলের কোন ব্যবস্থা নেই। একাধিকবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোন লাভ না হওয়ায় বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক মহিলা। রাস্তা অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে বালুরঘাট তপন রাজ্য সড়কে৷ রাস্তার উপর বালতি নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। এদিকে পথ অবরোধের জেরে আটকে পথ চলতি মানুষ৷ অবরোধকারীদের সাফ দাবি পানীয় জলের ব্যবস্থা না করেল কোন রকম ভাবেই অবরোধ তুলবেন না। গ্রামবাসীদের অভিযোগ পানীয় জল না পাওয়ায় পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। তাই পানীয় জলের দাবিতে এদিনের পথ অবরোধ বলে জানা গেছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here