উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বহড়ু :-

সোমবার জয়নগর ১ নং ব্লকের বহড়ু হাইস্কুলের মাঠে রুপান্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে জয়নগর ১ নং ব্লক প্রশাসনের সহায়তায় ৬ টি দলের মেয়েদের নিয়ে হোক কবাডি খেলা হয়ে গেল।জয়নগর ১ নং ব্লকের হরিনারায়ণপুর, চালতাবেড়িয়া,ঢোষা চন্দনেশ্বর, বামুনগাছি, জাঙ্গালিয়া,খাকুড়দহ পঞ্চায়েত এলাকার মেয়েদের নিয়ে ৬ টি পৃথক দলের মধ্যে দিয়ে এই কবাডি খেলা হয়ে গেল।আর এ দিন এই খেলায় বিজয়ী হন হরিনারায়ণপুর পঞ্চায়েতের মেয়েরা ও রানার্স আপ হয় চালতাবেড়িয়া পঞ্চায়েতের মেয়েরা।আর এদিন এদের হাতে বিজয়ী ও রানার্স ট্রফি ও সাটিফিকেট তুলে দেন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, জয়নগর ১ নং বিডিও পূর্ণেন্দু স্যানাল, জয়েন্ট বিডিও মৌমিতা মুখার্জি, আয়োজক সংস্থার কর্ণধার স্মীতা সেন সহ আরো অনেকে।এদিন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল মেয়েদের নাবলিকা অবস্থায় যাতে বিয়ে না দেওয়া হয় অভিভাবকদের বলেন।তাছাড়া অজানা কারুর সাথে বন্ধুত্ব পাতানো, ফোন নং আদান প্রদান,অজানা কারুর সাথে গল্প করা, বেড়ানো থেকে বিরত থাকতে বলেন। তিনি এদিন নারী পাচারের ওপর সতর্ক থাকতে বলেন।জয়েন্ট বিডিও মৌমিতা মুখার্জি মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে, কবাডি জাতীয় খেলার দিকে নজর দিতে বলেন।বিডিও পূর্ণেন্দু স্যানাল মেয়েদের স্বনির্ভর ও আত্মরক্ষার জন্য এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনের কথা তুলে ধরলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here