মহিলাদের সোবিস্কো বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ আপডেট ১৪/০৬/২০২৪

0
116

প্রিয়াঙ্কা প্রসাদ ৬ উইকেট নিয়ে মুর্শিদাবাদ কুইন্সকে সোবিস্কো স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে রোমাঞ্চকর জয় লাভ করে

মুর্শিদাবাদ কুইন্স টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করে। সন্দীপ্ত পাত্র ২৬ রান এবং প্রতিভা রানা ২০ বলে ১৯ রান করেন। ২টি করে উইকেট নেন পম্পা সরকার ও চন্দ্রিমা ঘোষা। জবাবে সোবিসকো স্ম্যাশার্স মালদা ৯ উইকেট হারিয়ে ৯১ রান করে। প্রীতি মন্ডল ৩৭ রান করেন ও প্রিয়াঙ্কা বালা ১৮ রান করেন। অসাধারণ পারফরম্যান্স ছিল প্রিয়াঙ্কা প্রসাদ মাত্র ৬ রানে দিয়েই ৬টি উইকেট তুলে নেন এবং ম্যান ওফ দ্য ম্যাচ হন।

হারবার ডায়মন্ডসকে ১৫ রানে হারিয়েছে জয় শ্রাচি রাহ টাইগার্স’র

এ যেন গতরাতে পুরুষদের ম্যাচের পুনরাবৃত্তি। আজ শ্রাচি রাহ টাইগার্স (এসআরটি) হারবার ডায়মন্ডস (এইচডি) কে ১৫ রানে হারিয়েছে। এইচডি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং এসআরটি ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করে, সুজাতা দে ২৫ বলে ৩৩ রান করেন এবং রূপল তিওয়ারি করেন ২০ রান । ঝুমিয়া খাতুন এবং পায়েল ভাখারিয়া ২টি করে উইকেট নেন। তবে এইচডি ঘুরে দাড়াতে ব্যর্থ হয় এবং ঝুমিয়া খাতুন ১৭ রান এবং সুকন্যা পারিদা যথাক্রমে ১৫ রানের সাথে সব শেষে মাত্র ৯৪ রান সংগ্রহ করতে পারে। ২টি করে উইকেট নেন রিমন্ডিনা খাতুন ও চন্দ্রিমা বিশ্বাস। ম্যাচের সেরা হয়েছেন সুজাতা দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here