উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সাগর : গঙ্গাসাগরে বৃষ্টির জল এবং সমুদ্রের জল ঢুকে গেল কপিলমুনি মন্দিরের সম্মুখে শুক্রবার দুপুরে।ঘূর্ণিঝড় দানার প্রকোপে শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টির জেরে গঙ্গাসাগরে সমুদ্রের জল ঢুকে গেল আবার কপিলমুনি মন্দিরের সম্মুখস্থ এলাকায়।এই এলাকায় এদিন সকাল থেকে চলছে অবিরাম বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া।বৃহস্পতিবার রাত থেকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে কূলে।শুক্রবার দুপুরে জোয়ারের জল নতুন করে বিপদে আশঙ্কা দেখা দিল গঙ্গাসাগর কপিল মুনি সম্মুখস্ত এলাকায়।ইতিমধ্যে কপিল মুনি মন্দিরের সামনে চাতাল সম্পূর্ণ ডুবে গেছে এবং সামনে পুকুর না উঁচু জায়গা কোন চেনাই যাচ্ছে না।আতঙ্কে পুরোহিতরা আবার কপিল মুনি মন্দিরে জল উঠবে না তো। এই সব সমস্যা নিয়ে মাথায় হাত পড়ে গিয়েছে কপিলমুনি আশ্রমের সাধু সন্ন্যাসীদের। আতঙ্কের মধ্যে দিন কাটছে সবার।