প্রখর সূর্যের তাপকে মাথায় নিয়ে বালুরঘাটে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করলেন বিপ্লব মিত্র

0
130

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটের দিন যত এগিয়ে আসছে সূর্যের উত্তাপের মতই রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার বৃদ্ধি পাচ্ছে। তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র মনোনয়নপত্র জমা দেওয়ার পর একটা দিনও নষ্ট না করে বুধবার সকাল থেকেই প্রখর সূর্যের তাপকে মাথায় নিয়ে বালুরঘাট ব্লকের বোয়ালদা অঞ্চলে দোগাছি এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোটের প্রচার করলেন। জেলায় ২৬ শে এপ্রিল লোকসভা নির্বাচন, তার আগে আগামী ৬ এপ্রিল জেলার তপনে বিপ্লব মিত্রের হয়ে প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর সেই সভাকে সাফল্যমন্ডিতে করতে ইতিমধ্যেই মাঠে নেমে গেছে তৃণমূল জেলা নেতৃত্ব থেকে অঞ্চল ভিত্তিক কর্মীরা। এই দিন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের সাথে প্রচারে শতাধিক তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here