দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: মহালয়ায় পিতৃপক্ষের অবসান হতেই দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠে বঙ্গবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের ছোঁয়ায় কয়েক হাজার পুজোর উদ্বোধন হতেই উৎসবমুখর বাংলায় রীতিমতো সাজো সাজো রব। রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমান জেলাও এই আনন্দে শামিল। জেলার বর্ধমান সদর ও উত্তর, কাটোয়া এবং কালনা মহকুমার অসংখ্য দুর্গাপুজো এবারও মুখ্যমন্ত্রীর দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে উদ্বোধন করেন। বিগত বছর গুলির মতো এবারও বর্ধমান সদর শহর, শক্তিগড়, বড়শুল, মেমারী, কাটোয়ার জাজিগ্রাম ও ননগর প্রভৃতি এলাকার স্বনামধন্য পুজোমণ্ডপগুলিতে দর্শকদের জন্য এবারও জমজমাট আয়োজন রয়েছে। তবে, এসবের পাশাপাশি দর্শকদের নিঃসন্দেহে আলাদাভাবে নজর কাড়তে প্রস্তুত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নং ব্লকে পানুহাটের একতা সংঘ। এবারে তাদের ৩৬ তম বর্ষের দুর্গাপুজোয় থিম পাখিরালয়। সুবিশাল মণ্ডপজুড়ে সাজানো হচ্ছে হরেকপ্রকার পাখিরবাসা। যেখানে কৃত্রিমভাবে তৈরি নানাপ্রজাতির পাখি রেখে সাধারণ মানুষের পাশাপাশি নবীন প্রজন্মের কাছে পরিবেশ সচেতনতামূলক একটা বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস বলা চলে। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাস ওরফে বাবুমাস্টার পেশায় একজন গৃহশিক্ষক। একতা সংঘ বরাবরই দুর্গাপুজোয় চমক দেয়। একবার সদ্য অঙ্কুরিত ধানচারার বিশাল মণ্ডপ তৈরি করে রাজ্যবাসীর নজর কেড়েছিল। এবার পাখিরালয় থিমের মাধ্যমে সবুজ পরিবেশে পক্ষীজগতের জীবনধারা সম্পর্কে একটা ধারণা প্রদানের সম্মিলিত প্রয়াস।