Thursday, April 3, 2025
spot_img

পানীয় জল পরিষেবা খাতে রাজ্যগুলিকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৫

২০১৯ সালের অগাস্ট মাস থেকে ভারত সরকার রাজ্যগুলির সঙ্গে অংশীদারের ভিত্তিতে জল জীবন মিশন (জেজেএম) – হর ঘর জল কর্মসূচির আওতায় দেশের গ্রামীণ অঞ্চলে প্রতিটি পরিবারে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে। নিয়মিত এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে দৈনিক মাথাপিছু ৫৫ লিটার বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে।
এই কর্মসূচির সূচনার সময় গ্রামীণ পরিবারগুলির মধ্যে মাত্র ৩.২৩ কোটি পরিবারে, অর্থাৎ ১৬.৭ শতাংশ নলবাহিত জলসংযোগ ছিল। জল জীবন মিশনের কল্যাণে আরও ১২.২৯ কোটি গ্রামীণ পরিবার এই পরিষেবার আওতায় এসেছে। বর্তমানে গ্রামীণ পরিবারগুলির ৮০.১৫ শতাংশে নলবাহিত জলসংযোগ রয়েছে।
প্রকল্পের কাজে গতি আনতে রূপায়ণের অগ্রগতি পর্যালোচনা, কর্মশালা এবং ওয়েবিনারের আয়োজন হচ্ছে নিয়মিতভাবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আশ্রম এবং বিদ্যালয়গুলিতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে গ্রাম পঞ্চায়েতগুলির জন্য বিশেষ মার্গদর্শিকা জারি করা হয়েছে। কাজকর্মের তদারকির জন্য চালু হয়েছে জেজেএম ড্যাশবোর্ড।
জল সরবরাহের বিষয়টি রাজ্যের এক্তিয়ারের মধ্যে, তা সত্ত্বেও শহরাঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক জল সংরক্ষণের কাজে উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে কাজ হচ্ছে অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আর্বান ট্রান্সফরমেশন (এএমআর ইউটি) – এর মাধ্যমে। ঐ প্রকল্পের আওতায় মোট ৪৩ হাজার ৪৩০ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪০৫টি জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু করা হয়। রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ১ কোটি ৮৯ লক্ষ পরিবারে জলসংযোগ/পাইপ লাইন মেরামতির কাজ হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles