সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

শনিবার বিকালে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ৭ মাধ্যমিক পরীক্ষার্থী সহ মোট ১৩ জন।ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ক্যানিং গোলাবাড়ি রোডের সাতমুখী সংলগ্ন সুন্দরবন একাডেমি স্কুলের কাছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন মাধ্যমিক পরীক্ষা শেষ দিন ছিল।ভৌত বিঞ্জান পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।জখমরা হল মাধ্যমিক পরীক্ষার্থী প্রমিলা সরদার,আতাবুর লস্কর,সাকিব হোসেন সরদার,ইমরান লস্কর,আলেমা লস্কর,জগদ্দল মন্ডল,পিংকি চৌধুরী সহ বৃদ্ধ অমৃতলাল মন্ডল,আমিনা মোল্লা,শ্যাম মন্ডল,আজিজুল লষ্কর,নারায়ণ মন্ডল,দেবপ্রসাদ চৌধুরী।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের ইটখোলা রাজনারায়ণ উচ্চমাধ্যমিক হাইস্কুলের ওই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল ক্যানিং ডেভিড সেশুন উচ্চমাধ্যমিক হাইস্কুল ও ক্যানিং সেন্ট গ্যাব্রিয়েল হাইস্কুল।ভৌত বিঞ্জান পরীক্ষা দিয়ে ক্যানিং-গোলাবাড়ির রোডের দুটি অটোয় চেপে বাড়িতে ফিরছিল তারা। সেই সময় হেড়োভাঙ্গা থেকে একটি চারাচাকা গাড়ি পর পর দুটি অটোকে ধাক্কা মারলে উল্টে যায় অটো দুটি। ঘটনায় মোট জখম হয় ৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী সহ মোট ১৩ জন। স্থানীয়রা জখমদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়।ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজীর হয় ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক রামকুমার মন্ডল,ডিএসপি ট্রাফিক গৌতম চট্টোপাধ্যায়,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ,ক্যানিং ট্রাফিক ওসি স্বপন দাস,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ রায়,ইটখোলা রাজনারায়ণ উচ্চমাধ্যমিক হাইস্কুলের প্রধান শিক্ষক পতিতপাবন মন্ডল সহ ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী।অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা শুরু করেন জখমদের।তবে ৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী সহ মোট ১৩ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় সকলকেই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক রামকুমার মন্ডল জানিয়েছেন,একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় ৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী সহ মোট ১৩ জন গুরুতর জখম হয়েছেন।তৎপরতার সাথে জখমদের চিকিকৎসার জন্য উদ্যোগ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কি ভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here