তারকা হতে পারেন। হতে পারে হাই-প্রোফাইল মামলা। কিন্তু আইন চলে আইনের পথেই। আগাগোড়া নিজেকে নির্দোষ দাবি করেও শাস্তির হাত থেকে বাঁচতে পারলেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ।লাগল কলঙ্কের দাগ। পেলেন মোক্ষম শাস্তি। ধর্ষণের দায়ে প্রায় দেড় বছর ধরে বিচার শেষে যে রায় ঘোষণা হল, তাতে চারবছরের কারাদণ্ড, সেইসঙ্গে দেড়লাখ ইউরো আর্থিক জরিমানা করা হল আলভেজকে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে স্পেনের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আলভেজ বারবারই বলেছিলেন, ধর্ষণ নয়, দু’জনের সম্মতিতেই এই শারীরিক সম্পর্ক হয়েছিল। স্পেনের আদালত রায়ে জানিয়েছেন, ‘শারীরিক সম্পর্কের ঘটনায় ভুক্তভোগীর কোনো সম্মতি ছিল না বলে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে।’ ২০২২ কাতার বিশ্বকাপের পর ছুটিতে স্পেনের বার্সেলোনাতেই ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গতায় জড়িয়ে পড়েন আলভেজ। এই শাস্তিতে ক্লাব কেরিয়ার শেষ হয়ে গেল আলভেজের তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here