Home Uncategorized দাঁইহাটে ট্রাক্টরের চাকা ফেটে বিপত্তি, জখম ১

দাঁইহাটে ট্রাক্টরের চাকা ফেটে বিপত্তি, জখম ১

0

দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: জনবহুল এলাকায় পণ্যবাহী ট্রাক্টরের পিছনের একটি চাকা আচমকা ফেটে বিপত্তি ঘটল। ১৩ মার্চ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরের চামপচা এলাকায় জেলা সড়কে। ঘটনার অভিঘাতে একজন সবজি বিক্রেতার ভ্যান সহ একটি দোকান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন স্থানীয় বাসিন্দা গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথ অবরুদ্ধ হয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় বাসিন্দা অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন, ‘ট্রাক্টরের পিছনের বড়ো চাকাটা হঠাৎই বিকট শব্দে ফেটে যাওয়ার পর দেখা যায় একটি সবজির ভ্যান সহ সামনের চায়ের দোকানের কাঁচ ভেঙে গেল। সেইসঙ্গে একজন যুবক গুরুতর জখম হয়েছেন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version