মলয় সুর: পূর্ণ কুম্ভ থেকে মিনি কুম্ভে চলে এলেন ‘বাইক বাবা’ । গেরুয়া রঙে রাঙানো বাইক। সে বাইকে দেব-দেবীর অবস্থান। বাইকের সামনেই আছেন মহাদেব শিব। আর সিটে সওয়ারি ভস্ম মাখা জামাতিয়া মহন্ত ছোটু গিরি নাগা বাবা। তিনি প্রয়াগ কুম্ভেও ছিলেন। ত্রিবেণী কুম্ভের সন্ধান পেয়ে বাইক নিয়ে চলে এসেছেন বাঁশবেরিয়ায়। শাহী স্নান করে যাবেন বৈষ্ণোদেবী। সেখানেও বাইক নিয়ে যাবেন। চার দিনের টানা সফল করে রবিবার সকালে এসে পৌঁছেছেন বাঁশবেরিয়ায়। রীতিমত আকর্ষণের কেন্দ্র হয়েছেন ‘বাইক বাবা’ নাগা সাধু। কাশি বারাণসীর সাধু তিনি। তার বাইকের সামনে মাইকে সর্বদা ভজন গান পরিবেশন হয়। এ বাড়ি প্রথমবার তিনি ত্রিবেনীর কুম্ভে এসেছেন।