Monday, December 23, 2024
spot_img

তীব্র গরমে সাধারন মানুষের জন্য জলসত্রের ব্যবস্থা করলো রায়দিঘী থানার পুলিশ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : বৈশাখের তীব্র তাপদহে ভুগছে বাংলা।আর এই গরমে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারনে এগিয়ে এলো পুলিশ।প্রশাসনের কাজের পাশাপাশি সামাজিক কাজে ও এগিয়ে এলো তাঁরা। জল দান, জীবন দান।এই তীব্র তাপপ্রবাহে পথ চলতি মানুষের মাঝে রায়দিঘী থানার উদ্যোগে বিশুদ্ধ পানীয় জল এবং বাতাসা বিতরণ করা হলো মঙ্গলবার দুপুরে। এইদিন তীব্র তাপ প্রবাহের কারণে সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্বাবধানে কাশিনগর বাজারে পথচারী, টোটো চালক, অটো চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানীয় জল বিতরণ করা হয়। সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কৌস্তবতীর্থ আচার্য, রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহা, রায়দিঘী থানার এস আই রাহুল রায় সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিশুদ্ধ পানীয় জল, বাতাসা বিতরণ করা হয়,এবং তীব্র তাপ প্রবাহ কালে কি করনীয় তা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।গরমে পথ চলতি মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে এক ফোঁটা জলের কারণে, তাই রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্বাবধানে মঙ্গলবার থেকে কাশিনগর বাজার এলাকায় পানীয় জল এবং বাতাসা বিতরণ করা হয়।এই ব্যবস্থা রায়দীঘি থানার বিভিন্ন জনবহুল মোড়ে করা হবে আগামী কয়েক দিন বলে জানা গেল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles