অশ্বিনের স্পিন-বুমরাহর পেস শক্তিতে নাজেহাল ব্রিটিশবাহিনী। তৃতীয় টেস্টের আগে তাই নিজেদের চনমনে করতে আপাতত দেশ ছাড়লেন স্টোকসরা। তৃতীয় টেস্ট শুরু হতে এখনও দেরী আছে। তার আগে আবুধাবিতেই ছুটি কাটাতে গেল ইংল্যান্ড দল। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে আবুধাবিতেই ক্যাম্প করেছিল ইংল্যান্ড। সেখানেই মাঝপর্বে ফের গেল দল। ছুটি কাটানোর পাশাপাশি সবার অগোচরে বাকি লড়াইয়ের কৌশল রপ্ত করাই লক্ষ্য এখন স্টোকসদের। টেস্ট সিরিজে আপাতত ২ ম্যাচ হয়েছে। প্রথম টেস্টে ভারতের স্পিনারদের দারুণভাবে মোকাবেলা করে ইংল্যান্ডদের জয়ের পথ দেখান অলি পোপ। দ্বিতীয় টেস্টে অবশ্য ব্যর্থ হয়েছেন পোপ। যশস্বী জয়সওয়ালের ২০৬ রানের সুবাদে ৩৯৬ রান করে ভারত। এরপর জসপ্রীত বুমরাহ দারুণ বোলিং করে ৬ উইকেট নিলে ২৫৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সেঞ্চুরিতে ভর করে ২৫৫ রান করে ভারত। ফলে জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। জবাবে ২৯২ রানেই অলআউট হয়ে যায় বেন স্টোকসের দল। ভারত জয় পায় ১০৬ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here