উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের চেষ্টায় দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের আর্থিক সহায়তায় বৃহস্পতিবার জয়নগর ১ নং ব্লকের বহড়ু বিডিও অফিস এলাকা থেকে একটি এম্বুলেন্স ও তিনটি বিশুদ্ধ পানীয় জলের গাড়ির পরিষেবা চালু হলো। মুমূর্ষ রোগীদের পরিষেবা দেবার লক্ষ্যে জয়নগর ১ নম্বর ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশের এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে এদিন এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা হয়।এছাড়া জয়নগর ১ নম্বর ব্লক এলাকার বারোটি গ্রাম পঞ্চায়েতে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা দিতে পানীয় জলের গাড়ির শুভ সূচনা হয়। এ দিন বহড়ুতে এই শুভ সূচনা অনুষ্ঠানে পতাকা নেড়ে শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর ১ নং ব্লকের যুগ্ম বিডিও তনয় মুখার্জি, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,সহকারি সভাপতি সুহানা পারভিন বৈদ্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল কান্তি সাহা, হাজী শুকুর আলী, মানস নস্কর সহ একাধিক কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতি অধীনে এই এম্বুলেন্স ও বিশুদ্ধ পানীয় জলে গাড়িগুলি পঞ্চায়েত সমিতির অফিসে থাকবে এবং এখান থেকেই জয়নগর এক নম্বর ব্লক এলাকার বিভিন্ন প্রান্তে পরিষেবা প্রদান করা হবে বলে এদিন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস উল্লেখ করেন। আর এই পরিষেবা চালু হওয়ায় এলাকার মানুষের অনেক কাজে লাগবে বলেই মনে করেন বিধায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here